Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“গ্রামীন খেলাধুলা”
বিস্তারিত

        আগামী ১৭,১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০০১৩ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে গ্রামীন পর্যায়ে বিলুপ্ত প্রায় খেলাধুলাকে ফিরিয়ে আনতে  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীদের জন্য সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উক্ত খেলাধুলায় আপনার প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের তালিকা নিন্মোক্ত ছক মোতাবেক আগামী ১৬/০৯/২০১৩ ইং তারিখের মধ্যে সদস্য সচিবের নিকট জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

খেলার নাম

প্রতিষ্ঠানের ধরন

প্রতিযোগীর সংখ্যা

মন্তব্য

বিষ্কুট দৌড়

প্রাথমিক বিদ্যালয়

০২জন প্রতি প্রতিষ্ঠান

 

দড়ি খেলা ‌(ছাত্রী)

মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক

০২জন প্রতি প্রতিষ্ঠান

৮ম শ্রেণী

মোরগ লড়াই (ছেলে)

মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক

০২জন প্রতি প্রতিষ্ঠান

৬ষ্ঠ শ্রেণী

কানামাছি (ছাত্রী)

মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক

০৮জন প্রতি প্রতিষ্ঠান

৮ম শ্রেণী‌

তৈলাক্ত বাঁশে উঠা উন্মুক্ত

-

-

-

হাডুডু

-

-

-

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/09/2013