ল্যপটপের ব্যটারীর চার্জ থাকে না। পিসির হার্ডডিক্স নষ্ট। ফটোকপি নষ্ট এবং খুবই নিম্ন মানের। এই ভাঙ্গা চুরা তথ্য সেবা কেন্দ্র দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং ওয়েব প্রটাল কমপ্লিট করা খুবই দুঃসহ ব্যপার। গত এলজিএসপি বাজেট থেকে ০১টি ফটোকপি মেশিন দেওয়া হয়েছে। যাহার বাজার মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা কিন্তু বাজেট ১,০০,০০০/- টাকা। এবারে কোন মালামাল ক্রয় করা হয় নাই। ব্যটারী, হার্ডডিক্স মার্চ মাস থেকে এ যাবত পর্যন্ত কিনে দিতেছে। কিন্তু আমি এখনও পাই নাই। আশায় আছি!
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস